পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bomb Recovered: বেলডাঙায় উদ্ধার 20টি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড - Bomb Disposal

By

Published : Jan 6, 2023, 11:31 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

স্থানীয় সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুরের মাঠ থেকে দু'টি বোমা ভরতি ড্রাম উদ্ধার করে। ড্রাম দু'টি মাটির নীচে পোঁতা ছিল। এরপর বেলডাঙা পুলিশ বম্ব স্কোয়াডে খবর দেয়। বম্ব স্কোয়াডের (Bomb Disposal) দল এসে ওই উদ্ধার হওয়া কৌটো থেকে 20টি বোমা বের করে এবং পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয় । পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় বারবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে ইতিহাস বলছে, যে কোনও নির্বাচনেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। স্থানীয় মানুষ বেলডাঙাকে বোমা তৈরির কুটির শিল্পও বলে থাকে। এই পরিস্থিতিতে বার বার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে স্বভাবতই ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details