Bomb Recover in Malda: 28টি বল বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড - বোমা উদ্ধার
জার ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদায় । উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেছে সিআইডি বম্ব স্কোয়াড । মঙ্গলবারের বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েত এলাকায় । তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের বিবিগ্রাম এলাকার বাসিন্দাদের চোখে পড়ে বাড়ির পিছনের পুকুর পাড়ে একটি জার পড়ে আছে । সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা উঁকি দিতেই চমকে যান ৷ তাঁরাই পুলিশে খবর দেন । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ ৷ ঘিরে ফেলা হয় এলাকা । খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডকে । বম্ব স্কোয়াড ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে ।
কালিয়াচকের এসডিপিও সম্ভব জৈন জানিয়েছেন, জালুয়াবাথাল এলাকা থেকে আজ 28টি বোমা উদ্ধার হয়েছে । খবর পেয়েই সিআইডির বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।
বোমাগুলি পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান । প্রশ্নের মুখে গ্রাম পঞ্চায়েত এলাকার নিরাপত্তা ।