Bomb Recover: খড়ের গাদা থেকে সূঁচ নয়, উদ্ধার তাজা বোমা - bomb recover from straw stack in kulpi
কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত ভোট ৷ নির্বাচনের আগেই একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা (Bomb Recover from Straw Stack in kulpi) ৷ সোমবার দক্ষিণ 24 পরগনার কুলপির ছামনাবনীতে গ্রামের একটি খড়ের গাদা থেকে উদ্ধার হয়েছে 24টি বোমা ৷ এটাই প্রথম নয় ৷ এই নিয়ে 5 দিনে 3 বার বোমা উদ্ধার হয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয় ৷ খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST