Bomb Explosion in Baruipur: প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিকের বাড়ি লক্ষ্য করে 'বোমাবাজি' - প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক
ফের বোমাবাজির ঘটনা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে । শুক্রবার রাত 11টা নাগাদ বারুইপুর 16 নম্বর ওয়ার্ডের ধপধপি রোডে প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জবিহারী দাসের বাড়িতে (former land revenue officer house) হঠাৎই দুটি বোমা মারে দুষ্কৃতীরা (Bomb Explosion in Baruipur) । অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে তিনি ৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় । স্বভাবতই নিকুঞ্জবিহারী দাসের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে । খবর দেওয়া হয়েছে বারুইপুর থানায় । নিকুঞ্জের অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর বাড়িতে দুটি বোমা ফেলে গিয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST