Raidighi Bombing: বিসর্জন ঘিরে রণক্ষেত্রে রায়দিঘি, বোমাবাজিতে আহত 10 - কালীপুজোর বিসর্জন
কালীপুজোর বিসর্জনকে ঘিরে উত্তেজনা (Bomb Blasts Surrounding Immersion of Kali Idol) ৷ বোমাবাজি কারণে গুরুতর জখম 10। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার নতুনচক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা চন্দন হালদারের স্ত্রী। এরপর ওই গৃহবধূর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের বুথ সভাপতি বাসুদেব হালদার ও তাঁর কয়েকজন অনুগামী। পরে এই বচসা বাড়তে থাকে । শেষমেশ বোমাবাজি হয় বলে অভিযোগ । তাতেই আহত হন 10 জন । আহতদের স্থানীয় কুলপি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। ঢোলাহাট থানার পুলিশ (Dholahat Police) বোমাবাজির ঘটনায় 16 জনকে গ্রেফতার করেছে। তাদেরকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে ৷ সকালেও ওই এলাকা থেকে উদ্ধার হয় চারটি বোমা।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST