পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bhupati Nagar Bomb Blast: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ-কাণ্ডে তদন্তে বম্ব ও ডগ স্কোয়াড - ভূপতিনগর থানা

By

Published : Dec 5, 2022, 6:11 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে সোমবার বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের তদন্তকারীরা পৌঁছয় (Bomb and Dog Squad Came to Investigate Explosion Case) ৷ শুক্রবার গভীর রাতে ওই বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং প্রতিবেশী বিশ্বজিৎ গায়েনের ৷ এদিন সকালে ভূপতিনগর থানার পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাস্থল ব্যারিকেড করে দেওয়া হয়। সোমবার দুপুর 1টা নাগাদ নিহত তৃণমূল নেতার বাড়ি (TMC Leader's House) পৌঁছন বম্ব স্কোয়াডের সদস্যরা। পাশাপাশি পৌঁছয় তদন্তে সহকারী পুলিশ কুকুর। ঘটনাস্থলে এখনও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details