Bolla Raksha Kali Puja: শুরু হল শতাব্দী প্রাচীন বোল্লা কালীপুজো, মেলায় এসে প্রথম দিনেই ছিনতাইবাজদের কবলে ভক্তরা - Bolla Raksha Kali Puja Started
প্রতি বছরের মতো এ বছরও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শতাব্দী প্রাচীন বোল্লা কালীপুজো ও মেলা অনুষ্ঠিত হচ্ছে (Bolla Raksha Kali Puja Started) ৷ মেলায় এসে প্রথম দিনেই ছিনতাইবাজদের কবলে ভক্তরা। এই বোল্লা কালীর মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলা উপলক্ষে। এমনকী সুদূর বাংলাদেশ থেকেও এই মাকে পুজো দিতে আসেন ভক্তরা। প্রতিবছর 5-6 হাজার পাঁঠাবলি হয় এই মায়ের পুজো উপলক্ষে। পুজো উপলক্ষে (Bolla Raksha Kali Puja) জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই পুজোর মেলায় প্রচুর ভক্ত এসে ছিনতাইবাজদের কবলে পড়ছে। বাংলাদেশ থেকে আসা এক ভক্তের সোনার চেন ছিনতাইবাজরা নিয়ে নিয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST