Bodai Gram Panchayat: ভোট মিটলেও নেই বোদাই গ্রামপঞ্চায়েত বোর্ড ! চলছে পরিষেবার কাজকর্ম
পঞ্চায়েত নির্বাচন হয়েছিল । কিন্তু পঞ্চায়েত বোর্ড গঠিত হয়নি ৷ তাও প্রধান ছাড়া দিব্য কাজ হচ্ছে পঞ্চায়েত অফিসে ৷ আজব শুনতে লাগলেও বাস্তবে এমনটা হয়েছে উত্তর 24 পরগনার আমডাঙা বিধানসভা কেন্দ্রে ৷ এখানে 2018 সালে এখানে বোদাই গ্রামপঞ্চায়েতে (Bodai Gram Panchayat) ভোট সম্পূর্ণ হয় ৷ তারপর পঞ্চায়েত বোর্ড তৈরি হয়নি ৷ এদিকে পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে পঞ্চায়েত অফিসের পক্ষ থেকে ৷ এই গ্রামের সমস্যার কথা কাকে জানাচ্ছে গ্রামবাসী ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, সামনে পঞ্চায়েত ভোট ৷ রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম ৷ তৃণমূল কংগ্রেসের 'দিদির দূত' কর্মসূচি চলছে জোরকদমে ৷ পঞ্চায়েত ভোটে জোরদার প্রতিদ্বন্দ্বিতায় গেরুয়া শিবিরও তাদের মতো করে তৈরি হচ্ছে ৷ বোদাই পঞ্চায়েতে বোর্ড গঠন না-হওয়া নিয়ে আমডাঙা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বণিক বলেন, "প্রধানের যাবতীয় কাজকর্ম আমাকে করতে হয় ৷ সবাই সহযোগিতা করেন ৷ বিভিন্ন শংসাপত্র দেওয়া-সহ বাকি সব কাজ আমি দেখি ৷ সাধারণ মানুষ যাতে সব ধরনের সুযোগসুবিধে পান, তার জন্য পঞ্চায়েতে আমি আছি ৷ আর কখনও কখনও বিডিও থেকেও সমাধানের চেষ্টা করা হয় ৷"