Anubrata Mondal বিতর্কের জেরেই স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়ির ঠাঁই চাল কলে, দাবি চেয়ারম্য়ানের
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এবং তাঁর প্রয়াত স্ত্রীর মালিকানায় থাকা বীরভূমের বোলপুরের ভোলে বোম রাইস মিল-এ শুক্রবার অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ সেই সময়েই চাল কল চত্বরের ভিতরে হদিশ মেলে একাধিক গ্যারাজের ৷ সেই গ্য়ারাজগুলির ভিতর একাধিক দামি গাড়ি ও মোটরবাইক নজর কাড়ে সিবিআই (CBI) গোয়েন্দাদের ৷ এই গাড়িগুলির মধ্যে রয়েছে একটি কালো রঙের এসইউভিও ৷ একবার এই গাড়িটিনিয়ে বিতর্ক ছড়িয়েছিল ৷ অভিযোগ ছিল, ওই গাড়িতে বেআইনিভাবে লাল বাতি ব্যবহার করা হয়েছে ৷ এদিন সেই গাড়িটিই উদ্ধার হয় ভোলে বোম রাইস মিল-এর গ্যারাজ থেকে ৷ বাস্তবে এই গাড়িটির মালিকানা রয়েছে সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অধীনে ৷ সেই সংগঠনের চেয়ারম্যান মলয় পীঠ একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতকে জানিয়েছেন, একবারমাত্র কলকাতায় যাতায়াতের জন্য গাড়িটি ব্যবহার করেছিলেন অনুব্রত ৷ কিন্তু, লাল বাতি বিতর্কের জেরে এ নিয়ে অনেক জলঘোলা হয় ৷ তাই গাড়িটিকে ভোলে বোম চাল কলের গ্যারাজে রেখে দেওয়াই শ্রেয় বলে মনে করেছিলেন মলয় ৷ এমনকী, অনুব্রত সম্প্রতি গাড়িটি কিনতেও চেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি ৷ জানিয়েছেন, অনুব্রতর অনুগ্রহেই তাঁর পক্ষে মেডিক্যাল কলেজ তৈরির কাজ সহজ হয়েছিল ৷ তাই দুর্দিনে তিনিও কেষ্টদার পাশেই থাকবেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST