পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Samik on KK Death : কে কে-র মৃত্যুতে আয়োজকদের পরিকল্পনাহীনতাকেই দায়ী করলেন বিজেপির শমীক - BCCI President Sourav Ganguly

By

Published : Jun 1, 2022, 9:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

সঙ্গীত শিল্পী কে কে-র প্রয়াণ (KK Death) থেকে তৃণমূল নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বক্তব্য, নানা ইস্যুতে সমালোচনায় সরব হলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP Leader Samik Bhattacharya) ৷ বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘তৃণমূল করলে সিন্ডিকেটের সদস্য হওয়া যাবে৷ তৃণমূল করলে কৃষকদের থেকে কর আদায় করা যায় ৷ তৃণমূল করলে সিভিক ভলান্টিয়ারের নামে পুলিশের মতো মানুষের সঙ্গে ব্যবহার করা যায় ৷ তৃণমূল করলে সরকারি চাকরি পাওয়া যাবে না ৷ কিন্তু সমস্ত কিছু আদায়ের ব্যবস্থা ও অধিকার পাওয়া যাবে ।’’ কে কে-র আচমকা প্রয়াণ নিয়ে তিনি আয়োজকদের পরিকল্পনাহীনতাকে দায়ী করেছেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (BCCI President Sourav Ganguly) নতুন ইনিংস সম্পর্কে তিনি বলেন, ‘‘তিনি (সৌরভ) যদি কোনও নতুন অধ্যায়ের সূচনা করেন, তাহলে একজন রাজ্যবাসী হিসেবে আশা করব তিনি ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন ।’’ অন্যদিকে দিলীপ ঘোষ (BJP Vice President Dilip Ghosh) প্রসঙ্গে তাঁর মত, ‘‘এই ধরনের চিঠির কোনও খবর আমার কাছে নেই ৷ আর যদি থাকতো তাহলে এই বিষয়ে কোনও মন্তব্য করতাম না ৷’’
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details