Dengue Protest: মশারি পরে মিছিলে ! ডেঙ্গির প্রতিবাদে পথে যুব মোর্চা - কলকাতা
ডেঙ্গি (Dengue) বাগে আনতে ব্যর্থ কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ কেএমসি (KMC)-এর বিরুদ্ধে এই অভিযোগ তুলে পথে নেমে প্রতিবাদ দেখাল বিজেপি যুব মোর্চা (BJP Yuva Morcha) ৷ সোমবার উত্তর কলকাতার পাইকপাড়া মোড় থেকে এই ইস্যুতে একটি প্রতিবাদ (Protest) মিছিল করা হয় ৷ তাতে যুবমোর্চার সদস্যদের পাশাপাশি বিজেপি-এর অন্য়ান্য শাখা সংগঠনের সদস্যরাও পা মেলান ৷ মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তিকে পাঞ্জাবীর উপর মশারি পরে থাকতে দেখা যায় ! পৌরনিগমের স্থানীয় 1 নম্বর বরো কার্যালয় পর্যন্ত মিছিল যায় ৷ মিছিল থেকে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পদত্যাগের দাবিতে আওয়াজ তোলা হয় ৷ এই কর্মসূচি ঘিরে যাতে কোনও অশান্তি না-ছড়ায়, তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো ৷ মিছিল যে এলাকার মধ্যে দিয়ে এগোয়, সেখানে আগেভাগেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST