Agitation at TMC Meeting: তৃণমূলে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে, ফিরতে হল বিজেপি কর্মী সমর্থকদের - BJP workers return back while came to join TMC
বিজেপি থেকে যোগ দিতে এসে, তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি কর্মীরা ৷ শেষপর্যন্ত তৃণমূলে যোগ না-দিয়েই ফিরে গেলেন তাঁরা ৷ রবিবার হলদিয়া সুতাহাটায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। এই সভাতেই উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার দুই মন্ত্রী অখিল গিরি ও বিপ্লব রায় চৌধুরী-সহ প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং অন্যান্য নেতৃত্ব। মঞ্চে কর্মসূচি চলাকালীন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের এই সভা মঞ্চে কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার জন্য উপস্থিত হন। বিজেপি কর্মী-সমর্থকরা মঞ্চের সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। দলীয় সমর্থকদের চাপে কার্যত বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের ফিরে যান তৃণমূলে যোগদান না করেই।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST