TET Agitation: টেট উত্তীর্ণদের উপর 'জুলুমের প্রতিবাদে' ধিক্কার মিছিল - প্রতিবাদ মিছিল
পুলিশের 'অত্য়াচারের' প্রতিবাদে ময়দানে গেরুয়া শিবির ৷ গত বৃহস্পতিবার মাঝরাতে করুণাময়ীতে অভিযান (Karunamoyee Incident) চালায় পুলিশ ৷ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান (TET Agitation) জোর করে তুলে দেওয়া হয় ৷ তারই প্রতিবাদে শনিবার রাস্তায় নামে বিজেপি-এর শিক্ষক সংগঠন (BJP Teachers Cell) ৷ তাদের পক্ষ থেকে এদিন একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ৷ বিজেপি-এর রাজ্য কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল যায় মেডিকেল কলেজ পর্যন্ত ৷ সেখানেই মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতার করে পুলিশ ৷ তাঁদের লালবাজারে ধরে নিয়ে যাওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST