BJP Nabanna Abhijan: রাস্তায় পুলিশ থাকলেও ধর্মতলা চত্বরে দেখা নেই বিজেপি সমর্থকদের - Nabanna Abhijan
নবান্ন অভিযানের দিন (BJP Nabanna Abhijan) বিজেপি কর্মী সমর্থকদের দেখাই মিলল না ধর্মতলায় । শহরের প্রাণকেন্দ্রের সকালের ছবিটা আর পাঁচটা দিনের থেকে বেশ খানিকটা আলাদা । শুধু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুলিশ বাহিনীকে দেখা গেল ধর্মতলা চত্বরে । এদিন বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে শহরের চারপাশে । ব্যারিকেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা ধর্মতলা চত্বর । কিন্তু সকাল থেকেই ধর্মতলা চত্বর একেবারেই বিজেপি কর্মী-সমর্থক শূন্য (BJP supporters not seen in Esplanade) । শুধু পুলিশ কর্মীদের দেখা মিলল এদিন ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST