Jhargram BJP: নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে ঝাড়গ্রাম থানায় ডেপুটেশন বিজেপির - ঝাড়গ্রাম জেলা বিজেপি
নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে রবিবার ঝাড়গ্রাম শহর বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় ডেপুটেশন দিলেন দলীয় কর্মীরা(BJP submit deputation at Jhargram police station)। ঝাড়গ্রাম জেলা বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় হয়ে ঝাড়গ্রাম থানায় পথসভার মাধ্যমে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে । এরপর বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত-সহ বিজেপির বেশ কয়েকজন প্রতিনিধি ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন দেন (Jhargram BJP) ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST