Sukanta Majumder on GTA Election : জিটিএ নির্বাচনকে অসাংবিধানিক বললেন বিজেপি'র রাজ্য সভাপতি - জিটিএ নির্বাচনকে অসাংবিধানিক বললেন বিজেপির রাজ্য সভাপতি
জিটিএ নির্বাচন অসাংবিধানিক, আমরা তাতে অংশগ্রহণ করছি না ৷ পাহাড়ের গোর্খা ভাইদের উন্নয়নের জন্য প্রয়োজন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হোক । রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট করাক, আমরা তাতে অংশগ্রহণ করব ৷ শুক্রবার ধুপগুড়িতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি র্যালিতে যোগ দিতে এসে এ কথাই জানালেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে (Sukanta Majumder on GTA Election)। শহরের গণেশ মোড় এলাকা থেকে এদিন বেলা 5টা নাগাদ বিজেপি কিষান মোর্চার আয়োজিত ওই মিছিলে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি । প্রথমে হুটখোলা জিপে চড়ে র্যালিতে অংশগ্রহণ করলেও, পরে জিপ থেকে নেমে অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে পায়ে পা মেলান । প্রায় তিন কিলোমিটার পথ হেটেছেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST