পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP Rally on CAA: সিএএ লাগুর দাবিতে বিজেপির মিছিল - দুর্গাপুরে বিজেপি মিছিল

By

Published : Nov 23, 2022, 9:45 PM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

সিএএ চালু ও উদ্বাস্তুদের পাট্টার দাবিতে বিজেপির উদ্বাস্তু সেলের মিছিল (BJP rally in Durgapur to demand implementation of CAA)৷ বুধবার বেলা এগারটা চল্লিশ নাগাদ দুর্গাপুরের গান্ধি মোড় থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। স্থানীয় মহকুমা শাসক দফতরের সামনে এসে বিক্ষোভ দেখায় বিজেপি উদ্বাস্তু সেলের কর্মীরা। এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দিলীপ দে ও আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। প্রায় 100 বিজেপি কর্মী সমর্থকরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। উদ্বাস্তুদের পাট্টা না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details