BJP Rally in CoochBehar: 'চোর ধরো, জেল ভরো' ইস্যুতে কোচবিহারে বিজেপি'র মিছিল - কোচবিহারে মিছিল বিজেপির
'চোর ধরো, জেল ভরো' এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারে মিছিল করল বিজেপি (BJP Rally in CoochBehar)। শনিবার বিকেলে বিজেপির কোচবিহার জেলা কার্যালয় থেকে মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে । পরে কোচবিহার শহরের হরিশপাল চৌপথিতে পার্থ চট্টোপাধ্যায়-এর কুশপুত্তলি দাহ করা হয় । মিছিলের নেতৃত্ব দেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে-সহ প্রমুখ ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST