Protest Against Udayan Guha: নিশীথ প্রামাণিক সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে উদয়নে কুশপুতুল দাহ বিজেপি'র - উদয়ন গুহর কুশপুতুল দাহ বিজেপি
দিনদুয়েক আগে দিনহাটার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (controversial comment of Udayan Guha) মন্তব্য করেছিলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে 2024 সালের লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের চুল, দাড়ি উপড়ে ফেলতে হবে । এই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার কোচবিহারে ধিক্কার মিছিল করে উদয়ন গুহর কুশপুতুল দাহ করে বিজেপি (BJP protest against Udayan Guha)। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক মালতী রাভা প্রমুখ ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST