পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP Poster Controversy: সুব্রত চট্টোপাধ্যায়কে বিজেপি'র পুরনো পদে ফেরানোর দাবিতে এবার পোস্টার বনগাঁয়

By

Published : Nov 13, 2022, 7:49 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

বঙ্গ বিজেপির কোন্দল ফের প্রকাশ্যে (clash in Bengal BJP) ৷ দলের প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়কে পুরনো পদে ফেরানোর দাবিতে এবার পোস্টার পড়ল বনগাঁ শহরে (BJP Poster in Bangaon) ৷ এর আগেও এই নিয়ে পোস্টার পড়েছে কলকাতা-সহ রাজ্যের কয়েকটি প্রান্তে ৷ বনগাঁর পোস্টারে লেখা রয়েছে, সুব্রতদাকে ফেরাও পশ্চিমবঙ্গে বিজেপি বাঁচাও । সুব্রত চট্টোপাধ্যায়কে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে । অন্য পোস্টারে লেখা, রাজনীতি শিশুদের হাতের খেলনা নয় । এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল জানিয়েছেন, কে বা কারা এই পোস্টার মেরেছে তা আমার জানা নেই । এর পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে । অন্যদিকে, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই পোস্টার পড়েছে (BJP Poster Controversy) ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details