Controversy On Swapan Majumder: ফের বেলাগাম বিজেপি বিধায়ক, প্রশাসনের আধিকারিকদের জুতো পেটার নিদান - Controversy On Swapan Majumder
অতীতে একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ফের একবার পুলিশ প্রশাসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিধায়ক ৷ রবিবার দলীয় অনুষ্ঠান থেকে এসডিও- বিডিও কে জুতো পেটা করার নিদান দেন তিনি ৷ এদিনের কর্মীসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলিও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে স্বপন মজুমদার বলেন, "এই পঞ্চায়েত নির্বাচনে আমরা হেরেছি । কিন্তু আমরা হারার পরেও জিতেছি। আমাদের সকলের মুখে হাসি আছে। যাঁরা চুরি করে জিতেছে সেই চোরগুলোর মুখে একদম হাসি নেই । জীবনে কখনও এত নির্লজ্জ বিডিও-এসডিও দেখিনি। এতটা পক্ষপাতিত্ব আগে কেউ করেননি ৷ তাঁরা যে কাজ করেছেন তার জন্য তাঁদের জুতো পেটা করতে হয় ৷ "
বিধায়ক স্বপন মজুমদাররের এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "বিজেপিতে যাঁরা রয়েছেন তাঁরা এই বাংলার সংস্কৃতি জানেন না। এঁরা সকলেই অরাজনৈতিক লোক। জীবনে কোনওদিন সমাজের কোনও সেবা করেননি। শুধুমাত্র টাকার জোরে টিকিট পেয়েছেন।" এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হুমকি দিয়ে শিরোনামে এসেছেন বিজেপির এই বিধায়ক।