BJP MLA Slams TMC: 'ভাইপো হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাটারে করে দেবে ফাঁকা', কবিগানে তোপ অসীমের - বিজেপি বিধায়ক
Published : Aug 26, 2023, 7:18 AM IST
|Updated : Aug 26, 2023, 7:34 AM IST
"যারা যোগ্যদের চাকরি চুরি করে, আবার সেই যোগ্যদের কাঁদায় রাস্তার উপরে ; আমরা জানতাম না ওনার ভাইপো হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাটারে করে দেবে ফাঁকা !" ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসে এভাবেই কবিগানের মাধ্যমে কটাক্ষ করলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার।" গানের কথার সাহায্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই শুক্রবার বিকেলে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচার সারলেন। এদিন প্রথমে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকায় জনসভা করেন। এরপর ঝাড়আলতা 1 নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ডাউকিমারি এলাকায় প্রচার চালান। সেখানও গানকে হাতিয়ার করেই প্রচার চালান তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন," কেন্দ্রের নাম দেওয়া সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকার ইচ্ছেমতো নাম দিয়েছে। বিডিও, আইসি-সহ সবাইকে নিয়ে ভোট লুট করেছে পঞ্চায়েত নির্বাচনে। যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় আর অযোগ্যরা চাকরি করছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক ভাইপো দেশে ফিরেছেন। এখন জেলে ঢোকার অপেক্ষা।"
প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও এভাবেই গানে গানে তৃণমূলকে কটাক্ষ করেছেন অসীম। নিয়োগ-দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরও তাঁকে কটাক্ষ করেন। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাঁর তৈরি গান বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সাড়া ফেলে দেয়। এবার উপনির্বাচনের প্রচারে গিয়েও স্বভাবসিদ্ধ ঢঙে তৃণমূলকে কটাক্ষ করলেন হরিণঘাটার এই বিজেপি বিধায়ক।