পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Asim Kumar Sarkar: শান্তিকুঞ্জের পুজোয় এসে 'অসুরমুক্ত বাংলা' চাইলেন অসীম !

By

Published : Nov 2, 2022, 8:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

জগদ্ধাত্রীপুজো (Jagadhatri Puja 2022) উপলক্ষে কাঁথির শান্তিকুঞ্জে এলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা লোকসঙ্গীতশিল্পী অসীম সরকার (Asim Kumar Sarkar) ৷ কাঁথির এই বাড়ি আদতে অধিকারীদের বাসভূমি ৷ এদিন অসীমকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্বয়ং শিশির অধিকারী ৷ অসীম তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন ৷ জবাবে শিশির অসীমকে বুকে জড়িয়ে ধরেন ৷ এরপর অধিকারী পরিবারের পুজোস্থলে যান বিধায়ক ৷ পরে সাংবাদিকদের গান গেয়েও শোনান তিনি ৷ এবং গান শেষে অসুরমুক্ত বাংলা প্রার্থনা করেন ৷ জানান, মায়ের কাছেও সেই প্রার্থনাই করেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details