BJP Mahila Morcha: অখিলের মন্তব্যের প্রতিবাদে রাস্তায় মহিলা মোর্চা - ঘেরাও
রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিপাকে কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷ তাঁর মন্তব্যের প্রতিবাদে এবার রাস্তায় নামল বিজেপি মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ শনিবার সংগঠনের সদস্যরা শ্যামবাজারের মণীন্দ্রচন্দ্র কলেজ (Maharaja Manindra Chandra College) থেকে একটি ধিক্কার মিছিল বের করেন ৷ তা শেষ হয় স্থানীয় শ্যামপুকুর থানার সামনে ৷ সঙ্গে সঙ্গে থানায় ঢোকার কোলাপসেবল গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এরপর থানা ঘিরে শুরু হয় বিক্ষোভ ৷ মহিলা মোর্চার তরফে সভানেত্রী তনুজা চক্রবর্তী অখিল গিরির নামে এফআইআর করবেন বলে পুলিশকে জানান ৷ কিন্তু, ওসি না থাকায় এফআইআর নেয়নি শ্যামপুকুর থানা ৷ তবে, অখিল গিরির নামে লিখিত অভিযোগ জানানোর পর মহিলা মোর্চার প্রতিনিধিদের একটি রিসিভ কপি দেওয়া হয় ৷ যদিও এই অভিযোগের ভিত্তিতে কোনও জেনারেল ডায়ারি করা হবে কিনা, সেই বিষয়ে পুলিশের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST