BJP Slams Paresh: তৃণমূলের অর্ধেকই জেলে, বাকিরাও যাবে; পরেশকে কটাক্ষ করে তোপ বিজেপি নেতার - পরেশ অধিকারী
তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary) আজ ইডি দফতরে (ED office) গিয়েছিলেন ৷ যদিও তাঁর দাবি, ইডি তাঁকে ডাকেনি ৷ কিছু নথি নিতে গিয়েছিলেন তিনি ৷ তিনি এ কথা বললেও, এই নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়ল না বিরোধীরা ৷ পরেশের বিরুদ্ধে তোপ দাগলেন মেখলিগঞ্জের বিজেপি নেতা তথা জলপাইগুড়ি বিজেপির (BJP Slams Paresh) সংখ্যালঘু মোর্চার জেলা পর্যবেক্ষক কাশেম আলি মিয়াঁ ৷ তিনি বলেন, "পরেশ অধিকারী যে দুর্নীতি করেছেন, তাঁকে ইডি দফতরে যেতেই হবে । দুর্নীতিতে তৃণমূলের অর্ধেকটাই জেলে রয়েছেন ৷ বাকিরাও যাবেন ।"
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST