পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

TET Students Agitation: সল্টলেকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ মঞ্চে বিজেপি নেত্রী - চাকরি প্রার্থীদের বিক্ষোভ মঞ্চে বিজেপি নেত্রী

By

Published : Oct 18, 2022, 8:23 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

টেট উত্তীর্ণ প্রার্থীদের আন্দোলন মঞ্চে দেখা গেল বিজেপি নেত্রী প্রিয়াংকা টিবরেওয়াল (bjp leader Priyanka Tibrewal) ৷ মঙ্গলবার সল্টলেকের করুণাময়ীতে চাকরি প্রার্থীদের সমর্থন করেন তিনি (Priyanka Tibrewal with tet candidates)৷ এদিন তিনি টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ মঞ্চ থেকে সরকারকে কাটাক্ষ করেন ৷ তিনি রাজ্য সরকারকে একহাত নিয়ে জানান, মুখ্যমন্ত্রী যদি বলেন এরা রাজনীতি করছে তাহলে চাকরি দিয়ে দিন। রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে। এরাই তো ভোট দিয়ে নিয়ে এসেছেন। এরা কোনও ভিক্ষা চাইছে না। পরীক্ষা দিয়েছে পাশ করেছে, ইন্টারভিউ দিয়েছে পাশ করেছে। চুরি করেছে আপনার সরকার। চাকরি না দিতে পারলে সরকার থেকে পদত্যাগ করুন ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details