Dilip Ghosh over Anubrata: 'রাজ্যের মানুষ ভিখিরি হয়ে গিয়েছে', মন্তব্য দিলীপের - Dilip Ghosh Anubrata Mondal News
আইন থেকে কাউকে বাঁচানো সম্ভব নয় ৷ তাই আজ হোক বা কাল তাঁকে দিল্লির চা খেতেই হবে, জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ শুধু তাই নয়, চাবি অনুব্রত মণ্ডলের হাতেই আছে ৷ তাই দিল্লিযাত্রা আটকানোর মরণপণ চেষ্টা চলছে, তৃণমূলের দাপুটে নেতার দিল্লি না যাওয়াকে নিয়ে এভাবেই আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি ৷ শনিবার দুর্গাপুর স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি ৷ তৃণমূলকে একহাত নিয়ে তিনি আরও জানান, রাঘববোয়ালের নাম চলে আসবে, সেই জন্য বারেবারে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা আটকানো হচ্ছে ৷ তিনি জানান, সাংসদেরা প্রধানমন্ত্রীর কাছে রেশনের চাল বন্ধ না-করার আর্জি জানাচ্ছেন ৷ তার কারণ, শাসকদল রাজ্যের মানুষকে ভিখিরি বানিয়ে দিয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST