Bharatiya Mazdoor Sangh: রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানার বেসরকারিকরণের বিরুদ্ধে সরব আরএসএসের শ্রমিক সংগঠন - রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায়
কারখানা বাঁচানোর প্রশ্নে শ্রমিকরা যে ঐক্যবদ্ধ তা ফের একবার প্রমাণ মিলল রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায়। দুর্গাপুর ইস্পাত কারখানা বিলগ্নীকরণ করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার এই অভিযোগ তুলে শুক্রবার সরব হতে দেখা গেল গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন, ভারতীয় মজদুর সঙ্ঘের (Bharatiya Mazdoor Sangh) নেতা-কর্মীদের। তারই প্রতিবাদে দিল্লি চলো এই বার্তাকে সামনে রেখে প্রতিবাদে নামল ভারতীয় মজদুর সংঘ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নীকরণের প্রতিবাদে আগামী 17 নভেম্বর দিল্লিতে প্রতিবাদ সভা রয়েছে ভারতীয় মজদুর সংঘের। সেল কর্তৃপক্ষকে হুঁশিয়ারিও দেন ভারতীয় মজদুর সংঘের সদস্যরা (BJP Labor Union Agitation)।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST