পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Howrah Hooch Death: হাওড়ার বিষমদকাণ্ডে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি বিজেপি'র - হাওড়ার বিষমদকাণ্ডে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি বিজেপির

By

Published : Jul 20, 2022, 5:37 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার গজানন্দ বস্তিতে বুধবার বিষমদ পান করে মৃত্যু হয় 10 জনের ৷ রাজ্য সরকার এই ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ তুললেন বিজেপির নেতা উমেশ রাই । পাশাপাশি মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি(BJP demands compensation of Rs 5 lakh to Howrah Hooch Death families)। মৃতদের ময়নাতদন্তের দাবিও করেছেন এই বিজেপি নেতা ৷ পাশাপাশি তিনি মনে করেন, প্রশাসনের ব্যর্থতাই এই ঘটনার জন্য দায়ী। এর আগে 2011 সালে দক্ষিণ 24 পরগনার মগরাহাটে বিষমদ পান করে মৃত্যু হয় বেশ কয়েকজনের ৷ তখন রাজ্য সরকারের তরফে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয় ৷ তা নিয়ে তরজাও কম হয়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details