BJP Bike Rally: রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বাইক র্যালি, নেতৃত্বে অগ্নিমিত্রা - বাইক র্যালি
রাজ্যেজুড়ে সামনে আসছে একের পর এক দুর্নীতির ঘটনা ৷ আর সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি বাইক র্যালির ডাক দেওয়া হয়। আজ 4টে 30 মিনিট নাগাদ রুবি মোড় থেকে এই বাইক র্যালি শুরু হয় (BJP Bike Rally)। যা শেষ হয় বেহালা সখেরবাজার এলাকায়। রাজ্য সরকারের একের পর এক দুর্নীতির যে ঘটনা সর্বসমক্ষে উঠে আসছে তার বিরুদ্ধে সরব হয়েই এই বাইক মিছিল। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (MLA Agnimitra Paul) এবং যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। এদিনের বাইক ব়্যালিতে বিজেপির কর্মী-সমর্থকদের স্লোগান দিতে দেখা যায় ৷ হাতে গেরুয়া পতাকা নিয়ে তারা যোগ দেন এই র্যালিতে ৷ অগ্নিমিত্রা পাল ও ইন্দ্রনীল খাঁকে এখটি হুডখোলা গাড়িতে দেখা গিয়েছে ৷ অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইলে প্রথমে তাঁরা দেয়নি । তবে তারা যেনতেন প্রকারে মিছিল করবেন বলে ঠিক করেন। তাই তারা আদালতের দ্বারস্থ হন এবং সেখান থেকে অনুমতি নিয়ে আসেন। এরপরেই আদালতের নির্দেশ মেনেই হচ্ছে বিজেপির এই মিছিল ৷