Post-poll Violence: কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিতে সিবিআই দফ্তরে বিশ্বজিৎ সরকার - Biswajit Sarkar Visited CBI Office
নিরাপত্তার দাবিতে সিজিও কমপ্লেক্স সিবিআই দফ্তরে উপস্থিত হলেন ভোট পরবর্তী হিংসা মামলায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ (Biswajit Sarkar Visited CBI Office) ৷ একদিন পরে সাক্ষী গ্রহণ তার আগে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, পুলিশ নিরাপত্তা দিচ্ছে না। হাইকোর্টের নির্দেশও মানছে না । কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলেছিলেন যে আমাদের নিরাপত্তা দিতে । পুলিশ দু’জন কনষ্টেবলের পরিবর্তে হোম গার্ড ও সিভিক ভলেন্টিয়ার বসিয়েছে (biswajit sarkar demands tight securities) । আজ পর্যন্ত সেই হোম গার্ড এবং সিভিক ভলেন্টিয়ার দিয়ে নিরাপত্তা দিচ্ছে । এটা আমাদের নিরাপত্তা হতে পারে না। আমাদের ভয় দেখাচ্ছে রাজ্য সরকার । যেহেতু অভিজিৎ সরকার খুনের মামলায় প্রভাবশালী ব্যক্তির নাম আছে একদিন পরে আমাদের মামলার সাক্ষ্য দান রয়েছে । সেই সময় এরা আমাদের প্রটেকশন দেবে না খুন করবে আমরা বুঝতে পারছি না। মহামান্য আদালত এর আগেই বলেছে সিআরপিএফ-এর জন্য সিবিআই যে ব্যবস্থা করবে তার সঙ্গেই আমরা কথা বলতে এসেছি । আমরা সাক্ষ্য দান করতে যাব কী করে ? এই হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার আমাদের সুরক্ষা দেবে!