পশ্চিমবঙ্গ

west bengal

Birds and Animals Rescued in Bagdogra

ETV Bharat / videos

Birds and Animals Rescued in Bagdogra: কাঞ্চনকন্যা ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার প্রচুর পাখি ও প্রাণী

By

Published : Jul 31, 2023, 10:36 PM IST

ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার হল বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি ৷ সোমবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা রেল স্টেশনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ জানা গিয়েছে, আরপিএফ ও বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হয় কুকুর, খরগোশ-সহ বিভিন্ন প্রজাতির পাখি ৷ ঘটনায় একজনকে আটক করা হয়েছে ৷ বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা রেল স্টেশনে কলকাতা থেকে আসা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের শৌচালয় থেকে সেগুলিকে উদ্ধার করা হয়েছে ৷ বড় বড় ব্যাগের ভিতর একাধিক খাঁচায় প্রাণীগুলিকে কলকাতা থেকে বাগডোগরায় নিয়ে আসা হয়েছিল ৷ 

আরপিএফ-এর সাহায্য বন বিভাগের আধিকারিকরা সেগুলিকে উদ্ধার করেছেন ৷ প্রচুর খাঁচাবন্দি পাখি, কুকুর, খরগোশ এবং ছোট ছোট কৌটোয় মাছ নিয়ে আসা হয়েছিল বেআইনিভাবে ৷ কাঞ্চনকন্যা ট্রেনের জেনারেল কামরার শৌচাগারে সেগুলিকে তোলা হয়েছিল ৷ সেগুলিকে শিলিগুড়িতে আনা হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে ৷ শিলিগুড়ি জংশন স্টেশনে নামানোর কথা ছিল ৷ গোপন সূত্রে বন ফতরের কাছে খবর আসে ৷ এর পর আরপিএফ-কে সঙ্গে নিয়ে বাগডোগরা স্টেশনে ওই পাখি ও অন্যান্য প্রাণীগুলিকে ট্রেন থেকে নামানো হয় ৷ সেগুলিকে বাগডোগরা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে ৷ ঘটনায় আটক ব্যক্তির নাম পাপাই সরকার ৷ প্রশ্ন উঠছে, কলকাতা থেকে ট্রেনে তোলার সময় কীভাবে আরপিএফ এবং রেলে চোখ এড়ালেন অভিযুক্ত ? ঘটনা বন বিভাগ তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details