Elephant Corridor: হাতির পালের রাস্তা পেরোনোর সময় ঢুকে পড়ল বাইক, তারপর?
সোশাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে জঙ্গলের প্রাণীদের বিভিন্ন কাণ্ড কারখানা উঠে আসে। কখনও এমন ভিডিয়োও চোখে পড়ে, যা দেখে হাসি থামানোই দায় হয়ে পড়ে। তবে এবার প্রকাশ্যে এল এক হাড়হিম করা ভিডিয়ো ৷ হাতির ধাওয়া থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই বাইক আরোহী। জঙ্গল দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তার উপর হাতির পালের সামনে চলে আসেন এক বাইক আরোহী ও পেছনে বসে থাকা যাত্রী। হাতিদের দেখতে পেয়ে বাইক ফেলে কোনওমতে প্রাণে বাঁচলেন ওই দুই ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে।
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মহানন্দা অভয়ারণ্যের সুকনায়। এমনিতে চামটা, গুলমা, সুকনা এলাকাগুলিতে হাতির একাধিক করিডোর রয়েছে। এদিন বিকেলে রাস্তা পার হতে যায় 30 থেকে 35টি হাতি। রাস্তা পার হওয়ার সময় বাইক নিয়ে ঢুকে পড়েন দুই জন। ওই দুজনকে দেখে হাতির পালও কিছুটা ধাওয়া করে। তবে বাইক ফেলে পালিয়ে কোনওমতে প্রাণে বাঁচেন ওই দুই ব্যক্তি। রাস্তা পার করে হাতির পালটি ফের জঙ্গলে ঢুকে পড়ে। সেই মুহূর্তের ছবি ফোনের ক্যামেরাবন্দি করেন অন্য এক গাড়ি চালক। সেই দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷