Japani Rohu Fish: মৎস্যজীবীদের জালে বিশাল আকৃতির জাপানি রুই, দেখতে ভিড় বাজারে - Rohu Fish netted from Subarnarekha River
গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদী (Subarnarekha River) থেকে মৎসজীবীদের জালে উঠল একটি বিশাল আকৃতির জাপানি রুই মাছ (Japani Rohu Fish)। মাছটি বিক্রির জন্য আমরদা বাজারে নিয়ে আসা হয় ৷ সেই মাছ দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ । মাছটির ওজন প্রায় 8 কিলো। মাছটি প্রতি কেজি আড়াইশো টাকা দরে বিক্রি করা হয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST