পশ্চিমবঙ্গ

west bengal

জগদ্ধাত্রী পুজোর নবমীতে মহাভোগ

ETV Bharat / videos

জগদ্ধাত্রী পুজোর নবমীতে মহাভোগ, পাত পড়ল কয়েক হাজার - জগদ্ধাত্রী পুজোর নবমীতে মহাভোগ

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 5:34 PM IST

Jagaddhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোয় আলোকিত চন্দননগর ৷  আজ পুজোর নবমী ৷ বাহারি আলোকমালায় উজ্জ্বল হুগলি জেলা সুন্দর শহর চন্দননগর ৷ মঙ্গলবার নবমীর সারাটাদিন চলছে পুজো, হোম ও চণ্ডীপাঠে ৷ আর বাঙালির পুজো মানেই তো পেটপুরে খাওয়া দাওয়া । নবমীতে অধিকাংশ পুজো কমিটিতে অন্নভোগের আয়োজন করা হয় । খিচুড়ি, পোলাও, আলুর দম, লাবড়া, ছানার কালিয়া, পায়েস, মিষ্টি ও বোঁদে ৷ পুজো কমিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় এমনই এলাহি আয়োজন হয়ে থাকে । প্রায় প্রতি বারোয়ারি পুজো কমিটিতেই কয়েকহাজার মানুষকে বসিয়ে খাওয়ানো হয় । এছাড়াও পার্সেলের ব্যবস্থা থাকে কমিটির সদস্য ও অন্যান্যদের জন্য । পরিবারের সদস্য ছাড়াও এইদিন কারও বাড়িতে আত্মীয়স্বজন এলেও তাঁরাও বাদ যান না ৷ স্থানীয় সকলেই ভোগ খেয়ে যান । সেই জন্য আগের দিন রাত থেকেই বিশাল আয়োজন করা হয় ৷ চন্দননগরে নবমীর পুজো থেকে শুরু করে ভোগ রান্না, রাজকীয় আয়োজনে থাকনে না কোনও থামতি ৷ আতিথেয়তাও মনমুগ্ধকর ৷ খাওয়াদাওয়া সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷  

ABOUT THE AUTHOR

...view details