Bharat Jodo Yatra in Murshidabad: মুর্শিদাবাদে শুরু আট দিনের ভারত জোড়ো যাত্রা - ভারত জোড়ো যাত্রা
রবিবার থেকে মুর্শিদাবাদে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) নেতৃত্বে আজ সকাল ন'টায় নদিয়া সীমান্তের লোকনাথপুর থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা কর্মসূচি । আগামী 15 জানুয়ারি ফরাক্কা ব্যারেজে শেষ হবে মুর্শিদাবাদ পরিক্রমা । এই ক'দিনে মুর্শিদাবাদে (Murshidabad) মোট 157.3 কিমি পথ হাঁটবেন অধীর-সহ কংগ্রেস কর্মী-সমর্থকরা । নিজের গড়ে প্রথম দিনের পদযাত্রায় সমর্থকদের ঢল নামায় খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি । 8 দিনের মুর্শিদাবাদে পদযাত্রায় মোট ন'টি জনসভাও করবেন অধীর ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST