পশ্চিমবঙ্গ

west bengal

আমেরিকায় দুর্গা পুজো

ETV Bharat / videos

Durga Puja 2023: টেক্সাসে দুর্গা পুজোয় মাতলেন প্রবাসী বাঙালিরা - bengalis celebrating durga puja in america

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 6:24 PM IST

দুর্গাপুজো আর বাঙালি ওতোপ্রতো ভাবে জড়িত ৷ অন্যাথা হয় না আমেরিকা থাকলেও ৷ যেমন 2017 সালে টেক্সাসের স্যান অ্যান্টোনিও বেঙ্গলি কালচার কমিটি দুর্গাপুজো শুরু করেছিল ৷ তারপর থেকে চলছে জোর কদমে ৷ প্রবাসের শারদ উৎসবে বাঙালি-অবাঙালিরা হাজির হন কটা দিন। ছয় মাস আগেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় । পুজোর ডেকোরেশন থেকে খাওয়া দাওয়া সব কিছুই যত্ন নিয়ে করেন এখানকার সদস্যরা । প্রতিটি কাজের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয় সদস্যদের । 

ছুটির দিনে বাঙালিরা জড়ো হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে দুর্গাপুজো মণ্ডপ সাজানো থেকে জোগাড়, সব কিছু নিজেরা করেন । পুজোর আচার অনুষ্ঠান তিথি নক্ষত্র মেনে না হলেও একদিনে সপ্তমী, অষ্টমী ও অন্যদিন নবমী, দশমীর পুজো করা হয় । সেখানে সন্ধি পুজোর প্রদীপ জ্বালা থেকে কুমারী পুজো কোনও কিছুই বাদ যায়নি ৷ দশমীর বিসর্জন সব কিছুই নিষ্ঠা সঙ্গে পালন করা হয় ।বর্তমানে এখন সদস্য সংখ্যা বেড়ে 350 জন । 

পুজো উদ্যোক্তা সৌম্য মাইতি বলেন, "পুজোর জন্য আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি । দুর্গা পুজোর জন্য অনেক দূরে আমাদের যেতে হত । তাই কয়েকজন মিলে পুজো শুরু করি ৷ এখনও পুজোর জাঁক জমক অনেকটাই বেড়েছে । পুজোর দিন এখানে বাঙালিদের দের খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকে।শুধু তাই নয় বাংলা ভাষার শেখানোর বিশেষ ব্যবস্থা করি বাকি দিন গুলিতে।বাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এখানকার সদস্যরা ।"
 

ABOUT THE AUTHOR

...view details