পশ্চিমবঙ্গ

west bengal

ETV BHARAT

ETV Bharat / videos

Durga Puja 2023: বাংলার তাঁত শিল্প ফুটে উঠেছে নামখানা বাজার সমিতির দুর্গাপুজোয়

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 10:13 PM IST

গ্রামবাংলার তাঁত শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায় ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর থিমে বাংলা তাঁত শিল্প ৷ যেখানে মণ্ডপে জায়গা পেয়েছে, তাঁতের তৈরি গামছা ৷ সঙ্গে তালপাতার পাখা ও মাঙ্গলিক ঘট ৷ সব দিয়ে গ্রাম্য পরিবেশে দেবী দুর্গার আরাধনা করছে উদ্যোক্তারা ৷ 78 তম বছরে এই পুজোর ভাবনায় দীপের আলোয় আলোকিত দশরূপে ত্রিনয়নী দশভুজা ৷ আর সেই ভাবনা থেকে মণ্ডপে দেবী দুর্গার দশরূপ ফুটিয়ে তোলা হয়েছে ৷ আর দেবীর দশরূপকে আলোকিত করে রেখেছে শতাধিক প্রদীপ ৷

মণ্ডপের অন্যতম আকর্ষণ বালুর ভাস্কর্য ৷ এই বিষয় নামখানা বাজার দুর্গোৎসব পুজো কমিটির সম্পাদক সমীর দাস বলেন, আমাদের প্রয়াস দীপের আলোয় আলোকিত দশ রূপে ত্রিনয়নী দশভুজা ৷ আমরা দেখেছি কলকাতার বড় বড় দুর্গোৎসব পুজো কমিটিগুলি থিম পুজো করে থাকে ৷ কিন্তু, জেলার প্রান্তিক এলাকায় বসে কলকাতার বিভিন্ন থিম বা চোখ ধাঁধান আলোর যে জৌলুস থাকে, তা আমরা ফুটিয়ে তুলেছি ৷’’ আর এই থিম দেখতে মানুষেক ঢল নামছে বলে জানান তিনি ৷ 

ABOUT THE AUTHOR

...view details