Jalpesh Death Compensation: জল্পেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য রাজ্যের
রবিবার রাতে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে চ্যাংরাবান্ধা বাইপাস মোড়ে শট সার্কিট হয়ে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিল রাজ্য সরকার (Bengal Govt Gives Compensation Rs 2 Lakhs to Each family of Jalpesh Electrocution Death) । মঙ্গলবার সকালে শীতলকুচি বিডিও অফিসে মৃতদের পরিবারের হাতে ওই সাহায্য তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Aroop Biswas) । এ দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার-সহ অন্যান্য আধিকারিকরা । মন্ত্রী জানান, প্রশাসন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে । প্রসঙ্গত, গত গত রবিবার রাতে শীতলকুচির নাওহাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একদল যুবক একটি পিকআপ ভ্যানে জল্পেশ মন্দিরের জল ঢালতে যাচ্ছিলেন । পথে চ্যাংড়াবান্ধা বাইপাস মোড়ে ডিজে জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে যায় এবং ঘটনাস্থলেই 10 জনের মৃত্যু হয় (Jalpesh Electrocution Death) । আহত হন অনেকেই ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST