Ananya Chakraborti visits Hanskhali: হাঁসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে মুখ খুললেন না অনন্যা - মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন
আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেব না ৷ কারণ আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই । পুলিশ যে ভাবে তদন্ত করছে আমি সন্তুষ্ট । মঙ্গলবার নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই প্রতিক্রিয়া মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন (Bengal Commission for Protection of Child Rights Chairperson) অনন্যা চক্রবর্তীর । হাঁসখালি ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 । মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ । আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে । গতকালও মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborti visits Hanskhali) নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন । এদিনও নাবালিকার বাড়িতে যান তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । এর পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত, তাদেরও চিহ্নিত করে তদন্ত চলছে । যে শ্মশানে ওই নাবালিকার দেহ দাহ করা হয়েছিল, সেখানেও পরিদর্শনে যান অনন্যা চক্রবর্তী (Hanskhali rape case)৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST