Durga Puja 2023: সেজে উঠছে বেহালা নূতন দল, দর্শনার্থী প্যান্ডেলে ঢুকলেই বিনামূল্যে ফুচকা পাবেন!
Published : Oct 12, 2023, 4:42 PM IST
দেখতে দেখতে 58 তম বর্ষে পদার্পণ করতে চলেছে বেহালা নূতন দলের সর্বজনীন দুর্গোৎসব। প্রতিবছরই নিত্য নতুন থিমে সেজে ওঠে এই পুজো মণ্ডপ। প্রতিমাতেও থাকে বৈচিত্র। এবারের থিম 'তুষ্টি'। কেন 'তুষ্টি'? শিল্পী ও সভাপতির কথায়, মানুষ জীবনে তুষ্টি খোঁজে। আর ফুচকা এমনই একটা খাবার যা যখন তখন খাওয়া যায়। মানুষ ফুচকা খেয়ে তুষ্ট হয়। এক নিমেষে মন ভালো করতেও ফুচকার জুড়ি মেলা ভার। তাই লক্ষাধিক ফুচকা দিয়ে তৈরি হচ্ছে পুজোর প্যাণ্ডেল। শুধু ফুচকা নয়, ফুচকা খেতে গেলে যা লাগে যেমন শাল পাতা, সেটিরও ব্যবহার থাকছে প্যাণ্ডেলে। ত্রিকোণাকৃতি শাল পাতা এবং বাটির আকারের শালপাতা সবই দেখা যাবে পুজো মণ্ডপে প্রবেশ করলে। ফুচকার অন্যতম রসদ তেঁতুল জলের গন্ধ ছড়িয়ে থাকবে পুজোর মণ্ডপে, জানালেন শিল্পী অয়ন সাহা। ফুচকা তৈরি হচ্ছে নূতন দলের তত্ত্বাবধানেই। অয়নের সহকারী হিসেবে এবার কাজ করছেন দু'জন ওলন্দাজ শিল্পী মার্টিনা পেকালা এবং বেনজামিন পম্পে। তাই এই দুর্গা পুজোয় যাঁরা ফুচকাপ্রেমী রয়েছেন তাঁদের পেটের রসনা না মিটলেও প্যান্ডেল দেখে মনের রসনা মিটবে বলে আশাবাদী উদ্যোক্তোরা ৷