Sudarsan Pattnaik: সমুদ্র সৈকতে ওয়ার্ল্ড হার্ট ডে ও এমএস স্বামীনাথনের ভাস্কর্য - এমএস স্বামীনাথন
Published : Sep 29, 2023, 7:44 PM IST
আজ বিশ্ব হৃদয় দিবস ৷ এই বিশেষ দিনে সমুদ্র সৈকতে বালির উপর শিল্পকলা ফুটিয়ে তুলেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ বালি দিয়ে ফুটিয়ে তুলেছেন হৃদয় ৷ এই ভাস্কর্যের মাধ্যমেই তিনি সচেতনতার বার্তা দিয়েছেন ৷ সেখানেই উল্লেখ করেছেন আধুনিক জীবন-যাপন দায়ী হৃদরোগের জন্য ৷ বর্তমান প্রজন্মের মধ্যে শারীরিক পরিশ্রমের প্রবণতা অনেকটাই কমে গিয়েছে ৷ সেই সঙ্গে বেড়েছে ফাস্ট ফুড খাওয়া মাত্রারিক্ত ওষুধ সেবনের প্রবণতা ৷ যার কারণেই বর্তমান প্রজন্ম বেশি হার্টের অসুখের সন্মুখীন হয় ৷ তাই স্যান্ড আর্টের মাধ্যমে 'ইন্ডিয়া ফাস্ট হার্ট ফাস্টের বার্তা' দিয়েছেন শিল্পী সুদর্শন পট্টনায়ক।
পাশাপাশি সদ্য প্রয়াত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনকেও শ্রদ্ধা জানিয়েছেন এই বালু শিল্পী । সমুদ্র সৈকতে কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন ৷ সেখানে কিংবদন্তি কৃষি বিজ্ঞানীকে 'সবুজ বিপ্লবের জনক' লিখেছেন ৷ দেশ স্বাধীন হওয়ার পর সবুজ বিপ্লব ঘটাতে প্রধান ভূমিকা পালন করেন স্বামীনাথন । তাঁর মাধ্যমে কৃষিতে রাসায়নিক সার ব্যবহার, ট্রাক্টর চাষ, উন্নত জাতের বীজ প্রস্তুত ও কৃষিতে ব্যবহারের অত্যধুনিক দিশা সৃষ্টি হয় ৷ ফলে ষাটের দশকে দেশে সবুজ বিপ্লব সফল হয়।