পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Digha BDO in Dock: দিঘায় মহিলা পর্যটকের গায়ে হাত দিয়ে সরাতে গিয়ে বিক্ষোভের মুখে বিডিও - বিক্ষোভের মুখে বিডিও

By

Published : Oct 24, 2022, 3:46 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

উৎসবের ছুটিতে দিঘায় (Digha Tourists) আছড়ে পড়েছে পর্যটকদের ভিড় ৷ আজ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে দিঘার উপকূলে । ঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্রের চেহারা দেখতে অনেকে আবার দিঘার গার্ডওয়ালে বসেছিলেন । সেই সময় এক মহিলা পর্যটককে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে সরাতে গিয়ে পর্যটকদের বিক্ষোভের মুখে পড়তে হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের বিডিও লিপন তালুকদারকে (BDO faces protests after touching female tourist)। এই ছবি ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়েন রামনগর এক নম্বর ব্লকের বিডিও (BDO faces protests)। কেন তিনি মহিলা কর্মীদের নিয়ে গিয়ে মহিলা পর্যটকদের সরাতে গেলেন না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পর্যটকদের সূত্রে জানা যায় , কয়েকজন মিলিত হয়ে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছেন দিঘায় । ঝড়ের আশঙ্কায় উপকূল থেকে পর্যটকদের যখন সরিয়ে দেওয়া হচ্ছিল তখনই ঘটে এই ঘটনা ৷ যদিও রামনগর এক নম্বর ব্লকের বিডিও লিপন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, "জলোচ্ছ্বাসের সময় তাঁরা সমুদ্রের গার্ডওয়ালের উপরে বসেছিলেন ৷ আমি তাঁদের সরাতে গিয়েছিলাম । সেই সময় ভদ্রমহিলার স্বামী উঠবেন না বলে তর্ক করে বলেন, আপনি কেন মহিলাদের গায়ে হাত দিচ্ছেন ? আর প্রশাসনের নির্দেশ রয়েছে জলোচ্ছ্বাসের সময় গার্ডওয়ালের উপরে বসা যাবে না । তাই আমি ওঁদের সরাতে গিয়েছিলাম ।"
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details