Kali Puja 2022: দুর্যোগ কাটতেই দর্শনার্থীদের ঢল বারাসতের কালীপুজোয় - বারাসতের কালীপুজো
দুর্যোগের মেঘ কাটতেই জমজমাট বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজো (Barasat Kali Puja) । সকাল থেকে আকাশ ঝলমলে হতেই মুখে হাসি পুজো উদ্যোক্তাদের । তবে শুধু পুজো উদ্যোক্তাদের কথা বললে ভুল হবে । আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরাও । তাই, দুপুর গড়াতেই মঙ্গলবার দল বেঁধে মানুষ বেরিয়ে পড়েছেন পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করতে । সন্ধ্যা নামতে কালো মাথার সংখ্যাও বেড়েছে তুলনামূলকভাবে । বিশেষ করে 34 ও 35 নম্বর জাতীয় সড়কের আশপাশের বড় পুজো মণ্ডপগুলিতে কার্যত দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল এদিন । ভিড় সামাল দিতে প্রস্তুত ছিল পুলিশ, প্রশাসন ও পুজোর কর্মকর্তারাও (Kali Puja 2022) ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST