পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bangladesh parliamentarian: বাংলাদেশের সংসদে সতীর্থের গানে মজলেন হাসিনা - Padma bridge

By

Published : Jul 8, 2022, 1:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

"আমি দেশবিদেশে ঘুরে ঘুরে বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই...৷" ভরা সংসদে বক্তব্য রাখতে উঠে এই গান গেয়েই মাতিয়ে দিলেন সাংসদ (Bangladesh parliamentarian)৷ অধ্যক্ষ থেকে শুরু করে অন্যান্য সাংসদরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ৷ এমনই চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকল ওপার বাংলা ৷ বাংলাদেশের জাতীয় সংসদে সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু নিয়ে বলতে উঠেছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য মমতাজ বেগম ৷ তখনই গানে-কবিতায় তাঁর দলের নেত্রী শেখ হাসিনার দরাজ প্রশংসা করেন তিনি (Momtaz Begum sings at Bangladesh parliament)৷ সম্প্রতি পদ্মা সেতুর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এর ফলে আরও কমেছে ভারত-বাংলাদেশ দূরত্ব ৷ এটি নিয়ে বিশ্বজুড়ে যে চর্চা চলছে, তা বিশ্বের আর কোনও স্থাপনা নিয়ে হয়নি বলে দাবি মমতাজের ৷ 2014 সাল থেকে মানিকগঞ্জ-2 কেন্দ্রের জনপ্রতিনিধি আওয়ামি লিগ নেত্রী মমতাজ বেগম ৷ তিনি দেশের জাতীয় পুরস্কারজয়ী লোকসঙ্গীত শিল্পী ৷ 700-রও বেশি অ্যালবাম রয়েছে তাঁর ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details