Bangla Pokkho: রাজ্য ভাগের 'চক্রান্ত', আন্দোলনে বাংলা পক্ষ - বাংলা পক্ষ মিছিল
শনিবার জলপাইগুড়ি শহরে মিছিল করে সমাজ পাড়া মোড়ে পথসভায় সামিল হলেন বাংলা পক্ষের নেতা-কর্মীরা (Bangla Pokkho Rally) । তাঁদের অভিযোগ, বিজেপি নেপাল ও বিহার থেকে বহিরাগতদের এনে উত্তরবঙ্গের ভূমি পুত্রদের সংখ্যালঘু করতে চাইছে । কেন্দ্র শাসিত অঞ্চল করে তিস্তার জল বাংলাদেশকে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে । রাজ্যে থেকে বিজেপি রাজ্য ভাগের চক্রান্ত করছে । তিনি আরও জানান, রাজ্য সরকারের পরীক্ষায় প্রত্যেক জেলায় একটি করে সেন্টার চালু করতে হবে ৷ দোমহনীতে রেলের জমিতে এইমস হাসপাতাল করতে হবে ৷ এছাড়া কলকাতার সঙ্গে যোগাযোগের জন্য বাড়তি ট্রেন দিতে হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST