Odisha Train Accident: বাহানাগা বাজারের উপর দিয়ে ধীরে ধীরে চলল বন্দে ভারত, অন্যান্য ট্রেন ও মালগাড়ি; দেখুন ভিডিয়ো
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয় ডাউন বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসও ৷ তিনটি ট্রেনের বিপর্যয়ে মারা গিয়েছেন বহু মানুষ ৷ সংখ্যাটা তিনশোর কাছাকাছি ৷ আহতদের সংখ্যা হাজার পেরিয়েছে ৷ মৃতদের পরিজনরা তাঁদের দেহ নিতে এখনও হন্যে হয়ে খুঁজে চলেছেন ৷ রেলট্র্যাক মেরামতির পর সোমবার সেই দুর্ঘটনাস্থলে ফের গড়িয়েছে রেলের চাকা। সোমবার সকাল থেকে সেই পথ দিয়ে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন। এই আবহে দু'দিন বাতিল থাকার পর পুরীগামী বন্দে ভারতও হাওড়া থেকে ছেড়ে যায় আজ।
তবে বালাসোর পেরিয়ে বাহানাগা বাজারের ওই পথে ধীরে ধীরে চালোনো হয়েছে সেই ট্রেন। প্রত্যেকটি ট্রেন লাইন অতিক্রম করার সময় দু'পাশ থেকে তীক্ষ্ণ নজর রাখছেন রেলকর্মীরা। রবিবার মধ্যরাতে রেলমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ওই 'অভিশপ্ত' ট্র্যাকে মালগাড়ি চালিয়ে পর্যবেক্ষণ করেছেন ৷ ট্রেন চলাচলের সময় এলাকা ঘিরে রেখেছিল রেল এবং রাজ্য সরকারি নিরাপত্তারক্ষী বাহিনী। তাঁদের কড়া নজর রয়েছে দুর্ঘটনাগ্রস্ত মৃতদেহগুলির উপরেও। যাতে কেউ সেখানে ঢুকে পড়তে না-পারেন। রেলের বক্তব্য, দুর্ঘটনাস্থলে সাধারণ মানুষকে যেতে দিলে দ্রুত কাজ শেষ করা কিছুতেই সম্ভব হবে না।