Bagda MLA on Mamata Banerjee: এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতার তুলনা বাগদার বিধায়কের - গদার বিধায়ক বিশ্বজিৎ দাস
বনগাঁয় একটি রক্তদান শিবিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করে কয়েকদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Bagda MLA compares Mamata Banerjee with Sister Nivedita) । আর সেই রেশ কাটতে না কাটতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করলেন তিনি । শনিবার বাগদার হেলেঞ্চা বাজারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমনই মন্তব্য করেন । বিশ্বজিৎ দাস বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই ।" যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST