Durga Puja 2022: ষষ্ঠীর সন্ধ্যায় জনতার ঢল বাগবাজার সর্বজনীন মণ্ডপে - Bagbazar Sarbojonin Durgotsav 2022
ষষ্ঠীতেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল বাগবাজার সর্বজনীন মণ্ডপে (Bagbazar Sarbojonin Durgotsav 2022) ৷ এই বছর 104তম পুজো বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের ৷ আর বাগবাজার মানেই মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবকিছুই সাবেকিআনায় মোড়া ৷ শহরের থিমের মধ্যে আজও সাবেকিয়ানায় মোড়া এই পুজো দেখতে দর্শনার্থীদের নজর কাড়ে ৷ সেই সঙ্গে বার্তা দেয় এই শহর আজও সাবেকিআনা এবং বনেদিয়ানাকেও বজায় রেখেছে ৷ এই পুজোর অন্যতম আকর্ষণ দশমীর সিঁদুর খেলা ৷ যা করোনা আবহে বিগত দু‘বছর সাড়ম্বরে পালন না-হলেও এই বছর আবার পুরনো আমেজে হবে বলে জানা গিয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST