পশ্চিমবঙ্গ

west bengal

কামারহাটিতে অটো চালিয়ে বিশেষ পরিষেবা শুরু মদন মিত্রের

ETV Bharat / videos

Auto on Call Service: গলায় গোলাপের মালা, অটো চালিয়ে বিশেষ পরিষেবা শুরু মদনের - Auto on Call Service Start by Madan Mitra

By

Published : Mar 25, 2023, 9:22 AM IST

'অটো অন কল পরিষেবা' চালু হল কামারহাটিতে। কামারহাটি বিধায়ক মদন মিত্রের উদ্যোগে এক ফোনে অটোর পরিষেবা চালু হল শুক্রবার । তাঁর দাবি, ওলা বা উবের এরা প্রত্যেকে তাদের পরিষেবা দিতে অকেজো। ওলা এবং উবেরের প্রতি অনেক মানুষেরই তিক্ততা পোষণ করেছিলেন। সেই কারণে মানুষকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে কামারহাটি রথতলা মোড়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অটো অন কল পরিষেবা চালু করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Auto on Call Service Start by Madan Mitra)। সঙ্গে ছিলেন কামারহাটি পৌরসভা পৌরপ্রধান গোপাল সাহা-সহ কামারহাটি বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা। দু'টো নম্বর সাধারণ মানুষের উদ্দেশ্যে চালু করা হল ৷ 

এমনকী তিনটে অ্যাপের ঘোষণা করলেন মদন মিত্র যে অ্যাপের মাধ্যমে এই অফিস অন কল পরিষেবা পেতে চলেছে সাধারণ মানুষ। শুধু দিনে নয় রাতেও অনেক মানুষ অনেক অসুবিধার কারণে দূরে কোথাও যেতে গেলে যানবাহনের সাহায্য নিতে হয়। কিন্তু রাতে বেশিরভাগ সময়েই যাতায়াতের পরিষেবা সেইভাবে থাকে বলে অসুবিধা করতে হয়। এবার সেই সব অসুবিধার হাত থেকে রেহাই পাওয়ার কারণে এই অ্যাপের উদ্বোধন। আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে একাধিক ফোন কল আসে উক্ত নম্বরে এবং বিধায়ক নিজে তাদের পরিষেবা দেওয়ার কথা বলেন। এরপর বিধায়ক মদন মিত্র এবং পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা নিজে অটো চালিয়ে পরিষেবার শুভ উদ্বোধন করেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details